৫:১০ PM


-->
স্বপ্নকে আজ দুঃস্বপ্ন বলেই মনে হয়।
যে স্বপ্ন আজ রঙ্গিন না করে,
কেরে নেয় সব রঙ,
যে স্বপ্ন আজ বিমূঢ় হয়ে,
ভুলে যায় তার ঢং,
তবে কেন সেই স্বপ্ন দেখা?
এখন আর রাতে ঘুম হয় না,
ভোর অবধি শুধু
স্বপ্ন থেকে মুক্তির অপেক্ষা;
আজ স্বপ্নের নেই কোন বাস্তবিক,
অথবা কোন অশরীরি রুপ
নেই কোন পূর্নতা অথবা
অপূর্নতা পূরণের সুখ।
তবে কেন আর সেই স্বপ্ন দেখা?
তাই আজ স্বপ্নকে মুছে দিয়ে,
বেচে থাকতে চাওয়া এই আমি,
স্বপ্নকে ভুলে গিয়ে,
নতুন করে চলা এই আমি।
আমিই সেই স্বপ্নপোড়া!
যার স্বপ্ন পায়না পূর্নতা,
অপূর্নতার গ্লানি নিয়ে,
তবে কেন আবার সেই স্বপ্ন দেখা?