আমি যখন পথ হারিয়ে বসে থাকবো,
তুমি তখন পথের মাঝ থেকে আমায় খুজে নেবে,
যখন আমি হেটে হেটে ক্লান্ত হয়ে পরবো,
তুমি তখন তোমার হাত বাড়িয়ে দেবে।
আমি যখন পথ হারিয়ে বসে থাকবো,
তুমি তখন পথের মাঝ থেকে আমায় খুজে নেবে,
যখন আমি হেটে হেটে ক্লান্ত হয়ে পরবো,
তুমি তখন তোমার হাত বাড়িয়ে দেবে।
আমি যখন অবাক হয়ে তোমার দিকে তাকিয়ে থাকবো,
তুমি তখন লজ্জায় লাল হয়ে পরবে,
যখন আমি ভালোবাসি বলবো,
দুস্ট বলে তুমি ছাড়া আর কে ডাকবে?
রাত হলে যখন নির্ঘূম চোখে জেগে থাকবো,
তোমার বুকে আমি তখন মাথা রখবো,
তুমি তোমার কোমল ছোয়ায় একটু ঘুম পারিয়ে দিও।
ভালোবাসার এত সুখ তুমি কোথায় পাবে?
পাগলি মেয়ে এবার বলো ,
আমায় কি তুমি কস্ট দেবে?