-->
"অপার্থিব"
-->
জীবন মাঝারে,লীলার বাজারে,
উজার করিয়া সব-
ক্ষীন ভালোবাসা জলে মোর বুকে,
শুধু তার অনুভব।
বুকের মাঝারে বসত করিয়ে,
দিবা-রজনী রহিত পড়িয়া,
চাদমাখা ওই মুখখানি আজও,
নয়নে উঠিছে ভাসি-
ক্ষীন ভালোবাসা জ্বলিছে আজও,
শুধু তাকে ভালোবাসি।
কেন মিছে আসা,শুধু আহাজার,
বিলাস বহুল পন্য হাজার,
এরই মাঝে আজ হারায়ে নিজেকে,
ভুলিতে চাই সবিই-
সময়ের নায়ে উঠায়ে আমারে,
কালের সাথে নিলে আড়ি।