আমিও ভালোবাসতে জানি
আমি আর কাদবো না,জলে ভাসাবো না চোখ,
তোমায় আমি ভালোবাসি নাইবা প্রমান হোক।
তোমায় নিয়ে সব স্বপ্নে হারিয়ে যাও তুমি,
তাই তো মাঝ রাতে জেগে কাদি বসে আমি।
ভালোবাসার শেষ জেনে বাসিনি তোমায় ভালো,
তবে কেন নিভছে আমার ভালোবাসার আলো?
তোমার ভালোবাসার কাছে পরাজিত আমি আজ,
ভালোবাসার রঙ্গিন সুতোয় বানালে কারুকাজ।
জানিয়ে দেব সবাইকে আজ,জানবেও সাথে তুমি,
আমিও তোমার মতো করে ভালোবাসতে জানি।