নিয়তির খেলা
সময়ের গান গুলোতে,কিংবা ডাইরীর পাতায়,
স্মৃতি করে ধরে রেখো,আর মনে কোরো আমায়।
আমায় তুমি পাবে খুজে,হেটে যাওয়া পথে,
কিংবা হাজার তারায় মুখর ভরা জোস্নার রাতে।
আরো পাবে সকালের,রক্তো মাখা আলোয়,
কিংবা গাছের ডালে বসা,দোয়েলের শিস গুলোয়।
এত পাবে তবু কেন বলবে আমি নে?
আমি তো তোমার সাথেই আছি,
নিয়তির খেলা এই।