১:৪৫ PM


একটা কবিতা লিখতে চাই,
ভালোবাসার কবিতা!

যে কবিতায় থাকবে শুধু স্বপ্ন,
বাস্তবতা ছেড়া রঙ্গিন আলো,
থাকবে না কোন অপূর্ন ভাষা,
শুধু তুমি আর আমি,
সাথে একান্ত কিছু কথা!


কবিতায় থাকবে রংধনু ভোর,
শিশিরের ফোটায় সূর্যের আলো,
কুয়াশার চাদরে তুমি আর আমি,
আর অভিমানি চোখের কোনে-
কয়েক ফোটা জলের টলোমলো!


একটা কবিতা লিখতে চাই
শুধু তোমার জন্য,
ভালোবাসায় ঘেরা প্রতিটি শব্দ,
আর তোমার আমার -
জালবোনা কিছু স্বপ্ন!