২:৩৯ PM

লেখন শামসুল হকের নিষিদ্ধ লোবান উপন্যাস অবলম্বনে ইমপ্রেস টেলিফিল্ম ও আরিয়াল প্রডাকশনের যৌথ প্রযোজনায় এবারের পহেলা বৈশাখে বীর মুক্তিযোদ্ধা ও নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফের পরিচালিত মুত্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র গেরিলা মুক্তি পেতে যাচ্ছে।সরকারী অনুদান প্রাপ্ত এই ছবিটি এরই মধ্য বিনা কর্তনে সেন্সর বোর্ডের ছারপত্রও পেয়ে গেছে।জোরালে বেগে চলছে এর প্রচারনা।নাসির উদ্দিন ইউসুফ ১৯৭১ এর সেই স্বাধীনতার জন্য যুদ্ধকে তার অসাধারন দক্ষতায় ক্যামেরার ফ্রেমে বন্দি করেছেন গেরিলা ছবিটিতে।
গেরিলাছবির প্রধান চরিত্র বিলকিস।এই বিলকিস ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রি জয়া আহসান। আরো অভিনয় করেছেন ফেরদৌস, এ টি এম শামসুজ্জামান, মিরানা জামান, পিযূষ বন্দ্যোপাধ্যায়, মাসুম আজিজ, শতাব্দী ওয়াদুদ, আজাদ আবুল কালাম পাভেল, শম্পা রেজা, আহমেদ রুবেল, এস এম মহসীন, জয়শ্রী বন্দ্যোপাধ্যায়, কচি খন্দকার, কামাল বায়েজিদ, সাজ্জাদ আহমেদ রাজীব, গোলাম মাওলা শ্যামল, ওমর আইয়াজ অনি, এরফান মৃধা শিবলু, মোস্তফা মনোয়ার আল-আজিম, নয়ন হোসেন প্রমুখ।তাছাড়া প্রায় চার হাজার শিল্পি অভিনয় করেছেন অন্যান্য দৃশ্য স্ফুটানোয় চিত্রগ্রহণে রয়েছেন সমীরণ দত্তশিল্প নির্দেশনা দিয়েছেন অনিমেষ আইচ পোষাক পরিকল্পনা ও সঙ্গীত পরিচালনায় রয়েছেন শিমুল ইউসুফ
গত চারদশকের মধ্য এটিই একমাত্র মনে করার মত যুদ্ধ ভিত্তিক ছবি হবে বলে আসা করছেন সবাই।আশা রাখি সবার ছবিটি ভালো লাগবে।