৯:৫৫ AM



একদিন শুধরে নেব সব ঋণ,
যে ঋণে জর্জরিত আজ নিজে,
মিলিয়ে দেব হিসেবের সব খাতা,
যে খাতা লিখতে বসেছি আজ রাতে

একদিন শুধরে নেব সব ঋণ!
যে ঋণ শুরু কোন গভীর অন্ধকারে,
পাথরের মত বয়ে নেয়া দশ মাসের কস্টে,
সাঝের বেলা দেরী করে বাড়ি ফেরার ঝাড়িতে,
অথবা মায়ের কানে লাগানো বোনের কূটনামিতে
একদিন ঠিক শুধরে নেব

একদিন শুধরে নেব বন্ধুর সব ঋণ,
স্কুল পালিয়ে খেলা গেমসের দোকানের সব বিল,
অথবা একাকী না কাটা সময় গুলো পাশে থাকা,
সময় গুলোকে স্বর্নালী করে ভালো রাখা,
একদিন ঠিক শুধরে নেব সব ঋণ

একদিন শুধরে দেব ভালোবাসা,
ফুরিয়ে যাওয়ার আগে পূর্ন কোন আশা,
বুঝে নেব প্রেমিকার ঠোটের আলিঙ্গনের ভাষা,
আর সপ্নের নদীতে তীরের খুজে পাওয়া
একদিন ঠিক শুধরে নেব

একদিন উল্লাস চোখে বলবো এই আমি,
আজ আমি তোমাদের মত পেরেছি,
অজস্র সব ভালো লাগার অনুভূতি,
আজ আমিও অনুভব করছি,
যেই অপ্রাপ্তির ভালোবাসায়,
নিজস্বত্বায় প্রতিবার ঋণগ্রস্থ হয়েছি

একদিন ঠিক শুধরে দিতে চাই-
তোমাদের সব ঋণ,
তোমাদের মত ভালোবাসতে চাই
হয়তো আসবে কোন একদিন
বিশ্বাস রাখি নিজেতে,
একদিন শুধরে দেব
তোমাদের ভালোবাসার সব ঋণ!