
-->
জানি তুমি ফিরে আসবে।
আমার স্পর্শগুলো তোমার প্রতিটি রক্তকণাকে ক্রোন্দলিত করে টানবে আমার দিকে,
তোমার প্রতিটি নিউরন শুধু আমায় মনে করিয়ে দেবে,
জানি তোমায় ফিরতেই হবে!
হয়তো অন্ধকারে চেয়ে অনেক বেশী অন্ধকারে হারিয়ে যেতে হবে আমাকে ততদিনে,
তবু মাঝরাতে জানি তুমি আবারো কেদে উঠবে চিতকার করে,
স্টেশন রোডে আবারো খুজবে আমাকে,
আমি জানি প্রিয়তমা,
তোমায় ফিরে আসতেই হবে!