২:০৫ AM


-->
স্টেশন লাইভ ডকুমেন্টারী তৈরীর সময় পথশিশুদের জীবন যাপন দেখে খুব ইচ্ছে ছিল ওদের নিয়ে একটা ভালো স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র বানাবো।কিন্তু একটা ভালো কাহিনীতো লাগবে।কোথায় পাবো কাহিনী? অবশেষে ঠিক করলাম পথশিশুদের সাথেই কথা বলব।অনেক পথশিশুদের সাথে কথা বললাম,সবচেয়ে অবাক করা যে জিনিসটি লাগলো তা হল ওদের একজনার জ়ীবনের গল্প অন্য জনের চেয়ে সম্পুর্ন আলাদা।যা হোক শেষে একটী পথশিশু নাম আলামিন,ওর কাছ থেকে একটা গল্প পাই।ওটাকেই কিছুটা ঠিক ঠাক করে লিখে ফেলেছি ভাই ছবিটির গল্প।অভিনয়েও রয়েছে আসল দুটি পথশিশু।
দুই ভাই,একে অপরকে ছাড়া চলতে পারে না,কেউ কাউকে ছারা খেতেও পারেনা,তারা একে অপরের খেলার সাথি।ওদের মা বাবা নেই,নিজেরাই নিজেদের স্নেহ করে।কিন্তু হঠাত এক দুর্ঘটনায় একটি ভাই মারা যায়,আর অন্য ভাইয়ের জীবন হয়ে ওঠে বিষাদময়।আর সেই ভাইয়ের কাহিনী সংগ্রহ করতে যায় এক সাংবাদিক।এরকমই অনেকটা কাহিনী ভাই ছবিটির।
খুব শীঘ্রই এটির প্রিমিয়ার শো হবে বলে আশা করছি।আমার মনে হয় সকলের এই ছবিটি ভালো লাগবে।
সংক্ষেপে ভাই এর বিস্তারিত-
নামঃ ভাই
রচনাঃ রেহমান রাহাত
পরিচালনাঃ রেহমান রাহাত ও ইথার আখতারুজ্জামান
ক্যামেরায়ঃ সালাউদ্দিন ইমন
অভিনয়েঃ পথশিশু পারভেজ,পথশিশু আকবর,ইথার আখতারুজ্জামান, অর্পা,নোমান
মেক-আপঃ স্মৃতি হক
খাবারঃ হাজী বিরিয়ানী
ব্যবস্থাপনায়ঃ গালিব খান।
প্রোযোজনায় ও পরিবেশনায়ঃ ERAE গ্রুপ