
-->
ডকুমেন্টারী ফিল্ম “স্টেশন লাইভ” নিয়ে যখন গত পোস্টটা করলাম তখন ব্যপক সাড়া পেয়েছিলাম আপনাদের কাছ থেকে।আর তাই আজ “স্টেশন লাইভ” তৈরীর আগে তৈরী আমার প্রথম স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র “Propose” নিয়ে কথা বলব।

“Propose” ফিল্মটা তৈরী হয়েছে একদম সাদামাটা কাহিনী নিয়ে।একটি ছেলে তিন মাস যাবত একটা মেয়েকে ভালোবাসে।মেয়েটিও একসময় তাকে ভালোবেসে ফেলে।কিন্তু তাদের কেউ কাউকে জানায় না এই কথা।অবশেষে ছবির নায়ক জয় নায়িকা নিলাকে ভালোবাসার প্রস্তাব বা Propose করার জন্য উদ্যত হয়।কাহীনিটা একেবারে সাদামাটা হলেও আমি বলবো উপস্থাপনে যথেস্ট পরিবর্তন আছে।আশা করি সবার ভালো লাগবে।
ছবিটি ডিভিডি কোয়ালিটি ও আমার নেট কালেকশন স্লো বলে ইউটিউবে আপলোড করা সম্ভব হয়নি।তবে আপাতত লো রেজুলেশনের একটা ভিডিও পাওয়া যাবে।আশা করছি খুব শীঘ্রই মূল ফাইল আপলোড করতে পারবো।
নিচে ছবিটির সম্পুর্ন বিস্তারিত দিলাম-
নামঃ Propose
ধরনঃ স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র
রচনাঃ রেহমান রাহাত
পরিচালনাঃ রেহমান রাহাত
ক্যামেরাঃ অনিক আহমেদ
মেক-আপঃ শিশির
পোশাকঃ শোয়েব
চরিত্রঃ জয়(আরাফাত),নিলা(অর্পা)
ভিডিও সম্পাদনঃ দুরন্ত ক্রিয়েটিভ টিম
লোকেশনঃ রমনা পার্ক,ঢাকা।