
-->
আমি ফেসবুক ইউজার,
অন্যতম এক লুসার,
আপডেট আমার ওয়াল জুরে,
ফ্রেন্ডলিস্ট দেড় হাজার।
নটিফিকেশনে ভরপুর আমি,
ইনবক্স আমার ফুল,
মেয়ে দেখলেই ফ্রেন্ড রিকোয়েস্ট,
পাঠাতে করিনা ভুল।
তিন ভাগ মেয়ে ফ্রেন্ড আছে,
এক ভাগ রেখেছি ছেলে,
রাত হলে জেগে থাকি-
চ্যাটর বক্স খুলে।
মেয়ে গুলো দুস্ট অনেক,
কথা গুলোও প্রায় নস্ট,
কখনো হঠাত বলে ওঠে,
কি সব অশ্লিল শব্দ!
মাঝে মাঝে রুপবতি দেখে,
যাই আমি দেখা করতে,
গিয়ে দেখি হাতি অথবা,
পেত্নি সেখানে বসে।
কেউ আবার ওয়াল পোস্টে,
পোস্ট করে কিসব ছবি,
লগিনের আগে তাই দেখি,
পেছনে কেউ আছে নাকি।
এতকিছুর পরেও আমি
ফেসবুক পারিনা ছাড়তে,
লুসার নামে আখ্যা আমার,
তুমিও কি তাই হবে?