
যদি আর একবার তোমার চোখ থেকে
ছুটে পড়ে এক ফোটা অশ্রু,
মাটি স্পর্শের আগেই তা
শুষে নেবে ঐ সুর্য,
মেঘ হয়ে আকাশের বুকে
ছায়া হয়ে থাকবে বিশ্ব,
তবু ঘুচবে না কোন আশা,
মুছবে না ভালোবাসা,
এইতো আমি তোমার পাশে,
হয়ে আজ অদৃশ্য।
যদি স্মৃতির পাতাগুলো
হয়ে যায় এলোমেলো,
পেন্সিলে আকা ভালোবাসা
খুজে না পাও কখনো,
বিমূঢ় ডায়েরী তুমি
খুলে দেখো একবার,
এখনও রয়েছি অক্ষত।
যদি মাঝ রাতে বেলকুনিতে,
হঠাত শোন কোন শব্দ,
ভয় পেয়ো না,
শুধু কাছে এসো একবার,
চুপটি করে বলে দিও,
এখনও তুমি ভালোবাসো।