৩:১০ PM



আমি রবীন্দ্রনাথ নই,তবু থাকতে চাই সাহিত্যর সব পাতায়,
আমি নজরুল নই,তবু বিদ্রোহ ঘটে আমার প্রতিটি শিরায়-
আমি জসীম উদ্দিন নই,তবু হেটে চলেছি আজ বাংলার পথে,
আমি মাইকেল নই,তবু কবিতা ঝড়ে আমার ধলেশ্বরীর পাড়ে।
জানি আমি আমিই,
তবু আমি বেচে থাকি সত্যজিত এর তৈরী প্রতিটি চরিত্রে,
অথবা আজম খানের কান্না ঝড়ানো বাংলাদেশের সুরে।
আমি উলংগ পায়ে হলুদ পাঞ্জাবিতে রাস্তায় কখনো হাটিনি,
তবু হুমায়ূনের হিমুর সাথে গল্প বলা ছাড়িনি,
আমি নস্ট সমাজে রানার সাথে লড়িনি কখনো কোথাও,
তবু কাজী আনোয়ারের বই থেকে বাদ দেইনি একটি পাতাও।
আমি হারাতে চাই-
আমি নিজেকে নিজেই গড়তে চাই আজ তাদের আদলে,
যারা কুকড়ে সমাজে পূব আকাশে নতুনের আলো জ্বালে।
জানি আমি আমিই,
তবু আমি আমার মাঝে বেচে থাকি নতুন চেতনা নিয়ে,
আর তাই প্রতিটি দিন নতুন করে জন্ম দেই নিজেকে।
জানি বড় দূর্বোধ্য এই আমি,
তবু বদলে নিতে চাই আজ আমার পৃথিবীকে।