১০:৫৪ AM



আমি ভীত,তার মানে পরাজিত নই!
আমি শত মানুষের মাঝে অতি সাধারন একজন,
গলির ভেতরের কোনঠাসা কোন এক বাড়িতে বসবাস,
দুবেলা ডাল-ভাত,এক বেলা আমার উপাস
আমি জীবনকে নিয়ে অনেক বেশী উল্লাসি নই,
ভাসিয়ে দেইনি গা কোন জোয়ারে,
আমি আশায় বেধেছি আজ সব স্বপ্ন,
যদিও আজ সবকিছু হয়েছে ধোয়াটে

আমি ঘুম ভাঙ্গাইনা কোন কোকিলের কুহু ডাকে,
এলার্ম ঘড়ির ছুটে চলবার আহবানে সাড়া দেই প্রতি ভোরে
দুপুরটায় বড্ড ক্ষুধা নিয়ে পেটে,
হেটে যাই ওই রমনার দিকে
ভাবি ঘুমিয়ে যাবো-
বেলার দুপুরের খাবারের টাকায় না হয়,
বিকেলে প্রিয়তমার সাথে ঝালমুড়ি খাবো
থাকনা একটু খালি পেট,
তবু মনের শূন্যতা গুলো একটু হলেও পূর্নতা পেলো

মায়ের স্বপ্ন,বাবার আশা সব কিছু আজ এই ছোট্ট মাথায়,
জানিনা কি করবো,তবু প্রতিবার বাবাকে ফোনে বলি,
এই তো বাবা,আর দিনতার পর আমি ঠিক পারবো

শেষ সেমিস্টারের টাকাটা এখনও দেয়া হয়নি,
টিউশনিটাও চলে গেছে নতুন বছরে,
প্রতিটা দিন বার বার প্রশ্ন আসে,এখন কি হবে?

ভালোবাসার মানুষটাও বোধহয় হারিয়ে যাবে,
শুনেছি মস্ত বড় এক ডাক্তার ছেলে পেয়েছে তার বাবা,
আদরেই থাকবে তার মেয়ে,
একখানা গাড়ি সব সময় তার জন্য থাকবে ফাকা
সত্যিই তো,
আমার কাছে তো আর নেই সেই সব জশ-খ্যাতি,
নেই কোন দাম হাকিয়ে কেনা কোটি টাকার গাড়ি
আছে শুধু ঝালমুড়ির ঠোঙ্গায় মোড়ানো কিছু ভালোবাসা,
যা খাবার শেষে হাতমুড়িয়ে ফেলে দেয়া হবে রাস্তার পাশে
মাঝে মাঝে প্রিয়তমা বলে আমি নাকি অনেক হতাশ,
কি করে বোঝাই, তো হতাশা নয়,
বাস্তবতায় আমি দাঁড়িয়ে,
তোমার মত হীরের টুকরো প্রাপ্য মেয়ে,
আর আমার মত পুরোনো ময়লা জামার কোন ছেলে,
তো বাদরের গলায় মুক্তোর মালার সাথে তুলোনা দেবে

খুব ইচ্ছে হয়,
আড়ং থেকে একটা দামি জামা কিনে দিতে তোমায়,
কিন্তু,সে টাকায় তো আমার মাসের ভাত খেতে হবে,
বাবা-মা স্বপ্ন পুরোণ করতেও যে বাচতে হবে আমায়
এতগুলো মুখের দিকে তাকিয় পারিনা
তাই প্রতিবার বলি,ভুল বুঝো না

ভয়ে থাকি,তবে তা পরাজয়ের নয়,
তা হারাবার,তোমাকে না পাবার,
সব কিছু থাকবে,তবু শূন্যতা বয়ে বেরাবার