
এনিমেশন এর প্রতি বরাবরই একটা দূর্বলতা কাজ করতো।নতুন কোন এনিমেশন ফিল্ম হাতে পেলেই বসে যেতাম দেখতে।কিন্তু নিজে তৈরী করবো এটা কোনদিন ভাবিনি।ফিল্মমেকিং এর দৌড় কিছুটা থাকলেও এনিমেশন এর দৌড় নেই বললেই চলতো।কিন্তু হঠাত কেন যেন এই দুর্বোধ্য কাজ এনিমেশন তৈরীর ইচ্ছেটাই প্রকট হয়ে উঠলো।আর তাই এখন এনিমেশন শিখছি।চেস্টা করছি ভালো করে শিখতে,ভালো কিছু তৈরী করতে,ভালো কিছু উপহার দিতে।
জীবনে প্রথম একটা এনিমেশন শর্ট ফিল্ম তৈরী করলাম।সময় মাত্র ৪৭ সেকেন্ড।খুব বেশী নয়,খুব ভালো কাহিনী সম্পন্নও নয়।তবুও চেস্টা করছি।ইনশাল্লাহ সামনে ভালো কিছু করবো।সকলের মন্তব্য কামনা করছি।
ফিল্মটি দেখতে এখানে ক্লিক করুন অথবা Youtube চ্যানেল এ লগইন করুন।