১:২৩ PM


ভালোবাসার শেষ নেই।অনেক বিখ্যাত ব্যক্তিই এ কথা বলে গিয়েছিলেন।কিন্তু যে ভালোবাসার শেষটা নিজের অজান্তে থেকে যায় তাকে কি বলা যাবে? “নন্দিনী” চলচ্চিত্রটি এধরনের একটি ভালোবাসার কথাই মনে করিয়ে দেয় দর্শকদের।ছবিটি পরিচালনায় অবশ্যই আমি নিজে।তবে এটি পরিবেশনায় ছিল RM Production।মূল চরিত্রে অভিনয় করেছেন তরুন নির্মাতা রাশিদুল হাসান রুমি।ক্যামেরার পেছনের মানুষ গুলো ক্যামেরার সামনে ভালো নাও করতে পারে এ ধারনা সম্পূর্ন উড়িয়ে দিয়েছিলন রুমি।অসাধারন অভিনয়,অসাধারন কাহিনী এবং দৃশটি নন্দিত সব শট “নন্দিনী” চলচ্চিত্রটিকে ইতিমধ্য ব্যাপক সাড়া ফেলতা সাহায্য করছে।এরমধ্য এটি স্থান করে নিয়েছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের চলচ্চিত্র উতসবে।খুব শীঘ্রই এটি ইন্টারনেটে সবার জন্য উন্মুক্ত হয়ে যাবে বলে আশা রাখছি।ছবিটির ট্রেইলার দেখতে ইউটিউবে একবার নজর বোলাতে পারেন অবশ্যই!