কোন এক বিখ্যাত
ব্যক্তি বলেছিলেন,
যেদিন তুমি ভালোবাসার
সংজ্ঞা খুজে পাবে,
ঠিক সেদিন থেকে
ভালোবাসা নামক শব্দটি
তোমার জীবন থেকে
হারিয়ে যাবে।
তবে কি তাই ঘটেছে
প্রিয়তমা?
প্রতিটা দিন আজ
আর রঙ ছড়ায় না,
আমার স্পর্শ গুলো
আজ আর
তোমায় কাছে টানে
না,
হাতে হাত রেখে
এখন আর
হেটে চলা হয় না
বহুদূর।
তবে সত্যি কি
তাই হয়েছে প্রিয়তমা?
এইতো সেদিন তোমার
মুখের ওপর বলে ফেললাম,
“কেন এমন করছো?”
উত্তরে বলেছিলে,তুমি
এখনও তেমনি আছো।
সত্যি কি তাই?
তবে কেন অজানা
মরীচিকার টানে,
ছুটে আসা গ্রহের
মত
শত সহস্র্য রক্ত
কনিকার চিতকার,
তবে কেন প্রিয়তমা,
বৃষ্টির ফোটায়
তোমার জন্য আহাজার?
কেন প্রিয়তমা?